আমি খুব বেশি কথা শুনতে পছন্দ করি। এখানেই শুরু হতে পারে আপনার সাথে আমার কথোপকথন। আর আপনার মতামত বা যেকোন তথ্য জানাতে আমি রেখেছি এই দুটো ফরম। কিছু অতিরিক্ত মিনিট ব্যয় করে আপনি পারেন আমাকে সরাসরি আমাকে লিখতে। এছাড়া আপনার ফ্রীল্যান্সিং এ কি কি আরো শেখা উচিত, কিভাবে শুরু করা উচিত সেটা জানতে ব্যবহার করতে পারেন দ্বিতীয় ফরমটা। মনে রাখবেন, সঠিকপথে কিছু শেখার অর্থ নিজের জীবনকে সুন্দরের পথে এগিয়ে নেয়া।